Anupam Roy — Guhamanobir Gaan

Текст песни с аккордами

    	    	Вступление

[Verse 1]
G                         C
মানুষ প্রথম গুহমানবীর গান মনে রেখেছে কি?
G
রাখেনিতো...
G                         C
মানুষ প্রথম গুহমানবীর গান মনে রেখেছে কি?
G
রাখেনিতো...
G
কি ছিল সেইগানে
G                    C
প্রচুর উপমা নাকি রূপকের মেলা
C             G
গভীর বিষয় নিয়ে শব্দের খেলা..
G                        C
ভাষাই বা ছিলো কি? কটা ছিলো ত্রুটি?
C               G         Am
আসলে যা ছিলো মানুষের অনুভূতি


[Chorus]
G                           Em    C
সেই অনুভূতি যুগ বহু যুগ ধরে বয়ে আসছে
Am           C          G
কন্ঠে ধারণ করে গান হয়ে ভালবাসছে
G                           Em    C
সেই অনুভূতি যুগ বহু যুগ ধরে বয়ে আসছে
Am           C          G
কন্ঠে ধারণ করে গান হয়ে ভালবাসছে


[Verse 2]
G          C
তারপর এল সভ্যতা
Am              G
কাপড়-চোপড়ে ঢাকা গানের শরীর
G          C
তারপর এল সভ্যতা
Am              G
কাপড়-চোপড়ে ঢাকা গানের শরীর
Gm            Gm
প্রথমে জটিল হল সুর
F                  C      G
ভাষা ভেঙ্গে নিয়ে গেলো আরও বহুদূর

G                 C
রাগ রাগিনী হাইফনি সিম্ফনি
C             G
ভরে ওঠে পৃথিবীর সংগীত খনি
G                 C
কথা ছিল ছিটেফোঁটা কখনো ছিল না
C             G           Am
এমন সুরের কেউ খোঁজেনা তুলনা


[Chorus]
G                       Em    C
সেই সুর যুগ বহু যুগ ধরে বয়ে আসছে
Am           C           G
কখনো যন্ত্র আর কখনো কণ্ঠ ভালবাসছে
G                       Em    C
সেই সুর যুগ বহু যুগ ধরে বয়ে আসছে
Am           C           G
কখনো যন্ত্র আর কখনো কণ্ঠ ভালবাসছে


[Verse 3]
G              Em
ক্রমশ ভারি ভারি শব্দে
Am
ঝুঁকে পড়ে গান একদিন
Gm             Gm
গ্রাম ছেড়ে শহরের কালিঝুলি মেখে
F             Am   G            G
হয়ে ওঠে ভীষণ কঠিন, হয়ে ওঠে ভীষণ কঠিন
Gm                     Gm
তারপর টাকা এসে সব কিনে নেয়
Am          G         G
শিল্পের থেকে সবই বড় হয়ে যায়

G                   C
শিল্পীরা চড়ে বসে বিশাল আসনে
C                       G
গান মরে যায় আর তারা টাকা গোনে
G                    C
অমরত্বের লোভে ছোটাছুটি করে
C                      G  Am
যদি কোনভাবে থাকা যায় সুনজরে


[Chorus]
G                            Em     C
এভাবেই ধীরে ধীরে অনুভূতিগুলো সব মরে যায়
Am             C         G
গানের শ্মশানে শুধু ধূর্ত শেয়াল ঘুরে বেড়ায়
G                            Em     C
এভাবেই ধীরে ধীরে অনুভূতিগুলো সব মরে যায়
Am             C         G
গানের শ্মশানে শুধু ধূর্ত শেয়াল ঘুরে বেড়ায়		
    

Видео клип

Основные табулатуры аккордов, бой

Аккорды
TopAkkord.ru