Anupam Roy — Tarar Moto

Текст песни с аккордами

    	    	Вступление

[Chorus]
G
আমি তারার মতো জ্বলব, তোমার কথা বলব
     A           C
দেখি আমায়, কে আটকায়?
G
আমি তোমার শরীরে, চামড়ার গভীরে
    A          C
বয়ে যাই, কে আটকায়?
G                    Cm   G
তোমার ethics থাকে পাহারায়, যতবার,
G                  D#  G
আমি তোমাকে দু হাতে পাই ততবার।
Am
ভেবে দেখ অন্য সকাল,
G
নয়ত পর্দার আড়াল,
Em            Am          D
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
Am
ভেবে দেখ অন্য শহর,
G
কিংবা পরের বছর,
Em            Am         D
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।

[Verse]
G
আমি মেঘের মত একা, আর তোমার সাথে দেখা,
    A          C
যদি কোথাও হয়ে যায়
G
আমি ছুটে যাব আবার, কিছু থাক বা না থাক পাওয়ার
     A            C
দেখি আমায়, কে আটকায়?
G                 Cm       G
তোমার ethics থাকে পাহারায়, যতবার,
G                 D#    G
আমি তোমাকে দু হাতে পাই ততবার।

Am
ভেবে দেখ অন্য সকাল,
G
নয়ত পর্দার আড়াল,
Em            Am          D
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
Am
ভেবে দেখ অন্য শহর,
G
কিংবা পরের বছর,
Em            Am         D
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।		
    

Видео клип

Основные табулатуры аккордов, бой

Аккорды
TopAkkord.ru