Lagnajita Chakrborty — Boshonto Eshe Geche

Текст песни с аккордами

    	    	Вступление

[Verse]

C               Am
বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা
C               Am        C
কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে
C                Am
মধুর অমৃত বাণী  বেলা গেল সহজেই
C               Am        C
মরমে উঠিল বাজি  বসন্ত এসে গেছে

[Chorus]

F
থাক তব ভুবনের ধুলি মাখা চরণে
G          C
মাথা নত করে রব
Am             C
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে

[Verse]

C
গগনের নভোঃনীলে ঘুমের গোপনে
Am
বাজে ঐ বাজে ঐ বাজে ঐ
C             Am
পলাশের নেশা মাখি চলেছি দুজনে
C              Am
বাসনার রং এ মিশি শ্যামলে স্বপনে
F                      G
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান

[Chorus]
Am            C
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে
Am            C
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে

[Verse]
C                Am
পূর্নিমা রাতে ঐ ছোটা ছুটি করে কারা
C
দখিনা পবনে দোলে
Am        C
বসন্ত এসে গেছে
C
কেমনে গাঁথিব মালা
Am
কেমনে বাজিবে বেণু
C
আবেগে কাপিছে আঁখি
Am         C
বসন্ত এসে গেছে

[Chorus]
F
থাক তব ভুবনের ধুলি মাখা চরণে
G          C
মাথা নত করে রব
Am            C
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে
Am            C
বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে

[Outro]

Fm                Em
এই বসন্তের অনেক জন্ম আগে
Fm                F
তোমায় প্রথম দেখেছিলেম আমি
Fm               Em
হেটেছিলেম নিরুদ্দেশের পানে
Fm               F
সেই বসন্ত এখন ভীষণ দামি
F         G        F
আমার কাছে তোমার কাছে আমার কাছে
Am        C
বসন্ত এসে গেছে
		
    

Видео клип

Основные табулатуры аккордов, бой

Аккорды
TopAkkord.ru