Текст песни с аккордами
Вступление [Intro] D G A D D G A D [Chorus] D F#m Bm তাহলে একটু ঝগড়া করি চল D F#m Bm না হলে একটু কি হয়েছে বল? D G A D D G A D D F#m Bm Hmm...তাহলে একটু ঝগড়া করি চল D F#m Bm না হলে একটু কি হয়েছে বল G A না বলে এসেছি বাড়িতে G A D চড়বো বলে খেলনা গাড়িতে। [Verse 1] D A Bm তাহলে কি আজকে সারাদিন D A Bm ভাববো বসে তুই কত রঙ্গীন, G A দেখছি রোজই আমার জামার ধুলো G A D তোর চটি আর তোরই বোতাম ছুঁলো, D F#m Bm তাহলে একটু ঝগড়া করি চল। [Instrumental] D G A D D G A D [Verse 2] D F#m Bm D ঝিনিয়ে গেলে আমি ঠান্ডায় D F#m Bm D তোরই গন্ধ চাদর মেলে জল, D F#m Bm D ঝিনিয়ে গেলে আমি ঠান্ডায় D F#m Bm D তোরই গন্ধ চাদর মেলে জল, Bm G A তুই রাত পোহানো আগুন জ্বালিয়ে যা G A D আর আমার খালি ঘুম পেয়ে যা। D F#m Bm তাহলে একটু ঝগড়া করি চল D F#m Bm না হলে একটু কি হয়েছে বল? [Instrumental] D G A D D G A D [Verse 3] D Bm D আমার সাইকেলের চাকা Bm G D বারবার তোরই দিকে ফিরে ফিরে যায়, D Bm D আমার ফ্যান এর ব্লেডের হাওয়া Bm G D তুই চাইলেই তাকে লোডশেডিং এ পায়। G A হাত থেকে কিছু বেলুন উড়ে যায় G A D আমাদের দিকে আকাশ তাকাক, [Outro] D F#m Bm তাহলে একটু ঝগড়া করি চল D F#m D না হলে একটু কি হয়েছে বল?
Видео клип
Видео пока не добавлены
Основные табулатуры аккордов, бой