Текст песни с аккордами
Вступление [Intro] D#m C# D#m কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে D#m C# D#m কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে G# F# তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার G# F# তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার D#m C# A# সে স্মৃতি দু'চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে D#m C# D#m কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে [Verse 1] D#m D#m যে কথা বলবো তোমায়, ছিলো আশা D#m C# F# D#m সে কথা বলতে কেন পাইনি ভাষা D#m D#m যে কথা বলবো তোমায়, ছিলো আশা D#m C# F# D#m সে কথা বলতে কেন পাইনি ভাষা D#m C# A# সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে D#m C# D#m কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে [Verse 2] D#m D#m কত যে তোমায় বেসেছিলাম ভালো A# F# সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো D#m D#m কত যে তোমায় বেসেছিলাম ভালো A# F# সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো F# D#m D#m এ হৃদয় যখন আমার মুখর হলো D#m C# F# D#m সে কেন কাছে এসে হারিয়ে গেল F# D#m D#m এ হৃদয় যখন আমার মুখর হলো D#m C# F# D#m সে কেন কাছে এসে হারিয়ে গেল D#m C# A# সে স্মৃতি ধুপের মতো অবিরত আকুল করে [Outro] D#m C# D#m কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে G# F# তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার G# F# তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার D#m C# A# সে স্মৃতি দু'চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে D#m C# D#m কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে
Видео клип
Основные табулатуры аккордов, бой
