Rabindranath Tagore — Amar Hiyar Majhe Lukiye Chile

Текст песни с аккордами

    	    	Вступление

[Intro]
      Em       D
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
Am        G
দেখতে আমি পাই নি
D     C    D    Em
তোমায় দেখতে আমি পাই নি ।
G         D
বাহির পানে চোখ মেলেছি,
      D   Am  D
আমার হৃদয় পানে চাই নি ।।

[Verse]
G          Em
আমার সকল ভালোবাসায়,
D           Em   Am
সকল আঘাত, সকল আশায়
G
তুমি ছিলে
G     Am  D   Em
আমার কাছে তুমি ছিলে
     D     Am  D
আমি তোমার কাছে যাই নি ।।

[Chorus]
B       C        Em  C     G
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
D       C        Em  C     G
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়
Em        D   Em
আনন্দে তাই ভুলে-ছিলেম
Em        D   Em     Am   D   Em
আনন্দে তাই ভুলে-ছিলেম, কেটেছে দিন হেলায় ।

[Outro]
G        Em
গোপন রহি গভীর প্রাণে
D         Em   Am
আমার দুঃখ সুখের গানে
D        Em
সুর দিয়েছ তুমি
     D    Am     D
আমি তোমার গান তো গাই নি ।।


		
    

Видео клип

Основные табулатуры аккордов, бой

Аккорды
TopAkkord.ru